ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করতে চায় গ্লোব ইন্টারন্যাশনাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৩৪, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গ্লোব ইন্টারন্যাশনাল জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গ্লোব ইন্টারন্যাশনালের মহাসচিব মালিনি মেহরা সংসদ ভবনে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তাঁরা জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে। গ্লোব ইন্টারন্যাশনালের কর্ম পরিকল্পনা ও কর্ম পরিধির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে নদী দূষণ, নদীর পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিখাত রক্ষা ও খাদ্য নিরাপত্তায় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে গ্লোব ইন্টারন্যাশনাল ভূমিকা রাখতে পারে।

মালিনি মেহরা গ্লোব ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। তিনি লন্ডন, মেক্সিকো, নাইজেরিয়া, সেনেগাল, কলম্বো ও আর্জেন্টিনায় গ্লোব ইন্টারন্যাশনালের কার্যক্রম উল্লেখ করেন।

তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তন নিয়ে গ্লোব ইন্টারন্যাশনাল কাজ করছে।

এ সময় হুইপ ইকবালুর রহিম এবং হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন।   

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি